রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পাশে সেনা কল্যাণ ভবনের অষ্টম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তর এ খবর নিশ্চিত হওয়া গেছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর জানায়, রাত ৯টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছে। তাৎক্ষণিক অবস্থায় আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানা যায়নি।
আরও পড়ুন- সেনা কল্যাণ ভবনে আগুন
এর আগে, রাত ৮টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, ‘রাত ৯টার দিকে আমরা খবর পেয়েছি ওই ভবনে আগুনের ঘটনা ঘটেছে। ভবনের ৮ তলায় আগুনের সূত্রপাত হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানাতে পারবো।’