রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। ভবনটির অষ্টম তলায় আগুন লেগেছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টা ৫৫মিনিটে ভবনটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। বিষয়টি তাৎক্ষণিক জানার পর রাত ৯টা ৯ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায়।
আরও পড়ুন- ডেঙ্গুতে একদিনে ১৭ মৃত্যু, রেকর্ড আক্রান্ত ৩০৮৪
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, ‘মতিঝিল সেনা কল্যাণ ভবনে রাত ৮টা ৫৫ মিনিটে আগুনের সংবাদ আসে। এমন খবরে চারটি ইউনিট পাঠানো হয়।’
এ প্রতিবেদন লেখ পর্যন্ত অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি। এছাড়া হতাহতের ঘটনা ঘটেনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।