বরগুনার পাথরঘাটায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিয়েছে দ্রুত গতির একটি মোটরসাইকেল। এতে মোটরসাইকেলটির তিন আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কাকচিড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন- গাইবান্ধায় দু’টি ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন উদ্বোধন
নিহতরা হলেন- শাকিব (২০), রাকিব (১৮) এবং তানভীর (১৯)।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আমিও ঘটনাস্থলে যাচ্ছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানাতে পারবো।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।