ঢাকাWednesday , 23 August 2023

বিদেশি পর্যবেক্ষক সহায়ক নীতিমালা করতে চায় ইসি

Link Copied!

আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদেশি পর্যবেক্ষকদের জন্য ইউজার ফ্রেন্ডলি (ব্যবহারবান্ধব) নীতিমালা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী মাসের মধ্যে এটি চূড়ান্ত করতে চায় সাংবিধানিক এ সংস্থা।

বুধবার (২৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন কমিশনের কর্মকর্তারা। বৈঠক শেষে সাংবাদিকদের এমন কথা বলেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। বেলা ১১টায় কমিশনের এই অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত সচিব বলেন, ‘নীতিমালা যাতে পর্যবেক্ষকদের জন্য সহায়ক হয়, ব্যবহারবান্ধব হয়, সেই ধরনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী সময়ে আরও কয়েকটা মিটিং হবে। তারপর খসড়া দেবো। কমিশন অনুমোদন দিলে চূড়ান্ত করবো।’

আরও পড়ুন-   কিশোরগঞ্জে দরবার শরীফ থে‌কে ফেরার প‌থে বাস খাদে, আহত ২০

অশোক কুমার দেবনাথ বলেন, ‘বিদেশি পর্যবেক্ষক যারা আসবেন, তাদের জন্য নীতিমালা প্রণয়নের বিষয়ে আমরা প্রাথমিক একটা মিটিং করেছি। আরও কয়েকটা মিটিং করতে হবে। আজ তেমন কোনও সিদ্ধান্ত আসেনি। আগামী সপ্তাহে আবারও বসা হবে।’

নীতিমালার কোন কোন জায়গায় পরিবর্তন আসতে পারে, সে বিষয়ে প্রশ্ন করা হলে ইসির অতিরিক্ত সচিব বলেন, ‘এখনও সিদ্ধান্ত আসেনি। এ বিষয়ে আলোচনা হয়েছে। পরে সিদ্ধান্ত হবে।’

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে খসড়া চূড়ান্ত করার আশা প্রকাশ করে তিনি বলেন, ‘এটা চূড়ান্ত হওয়ার পরে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ওয়েবসাইটে বিজ্ঞপ্তি যাবে। তারা আবেদন করবে। আবেদন অনুযায়ী যে পদ্ধতি থাকবে সে অনুযায়ী অনুমোদন পেয়ে তারা পর্যবেক্ষক হিসেবে আসতে পারবেন।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

সর্বমোট নিউজ: 4964

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…