‘যুবদের পরিবেশ বান্ধব দক্ষতাইঃ গড়বে টেকসই ধরিত্রী’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। এসময় অতিথিরা ৫ জন শিক্ষার্থীকে সনদপত্র ও ১০ জন যুবক ও যুবতির হাতে গাছের চাড়া তুলে দেন।
সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়জুননেছা পান্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাশ, শিক্ষা কর্মকর্তা মঈনুল ইসলাম, এলজিইডি প্রকৌশলী (ভারপ্রাপ্ত) সুমন মুন্সি ও যুব কম্পিউটার শিক্ষার্থী খুশবু আক্তার। এসময় অতিথিরা ৫ জনকে সনদপত্র ও ১০ জন যুবক ও যুবতির হাতে গাছের চাড়া তুলে দেন।
আরও পড়ুন- বরিশালে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু
এসময় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন লক্ষমাত্রা ২০৩০ অর্জন করতে হলে সবার প্রজনন ও স্বাস্থ্য সেবা অধিকার নিশ্চিত করতে হবে। তরুণ বা যুবকদের এ অধিকার নিশ্চিতের পাশাপাশি তাদের প্রশিক্ষণ ও সুন্দর গাইড-লাইনের মাধ্যমে আনতে না পারলে আগামীতে মহাবিপর্যয় নেমে আসবে বিশ্বে। তাই যুব সমাজকে জনশক্তিতে পরিণত করতে হবে। সেজন্য এখনি পদক্ষেপ নেওয়া দরকার।
বক্তারা আরও বলেন, বর্তমান বিশ্বে তরুণ প্রজন্মই সবচেয়ে বড় সংখ্যা। বিশ্বে এখন ৩০ বছরের কম বয়সি তিন বিলিয়নেরও বেশি তরুণ রয়েছে। ২০৩০ সালের মধ্যে পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ হবে যুবক। আন্তর্জাতিক এক সমীক্ষায় শতাংশ হিসেবে যা ৫৭ শতাংশে পৌঁছবে বলে ধারণা করা হয়েছে। এদেরকে প্রশিক্ষণ ও সুন্দর গাইড-লাইনের মাধ্যমে আনতে না পারলে আগামীতে মহাবিপর্যয় নেমে আসবে বিশ্বে। তাই এ ব্যাপারে এখনি পদক্ষেপ নিতে হবে।