কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি লিখে না দেওয়ায় দুই ছেলে কর্তৃক অশ্লীল ভাষায় গালিগালাজ, হুমকি ও ভয়ভীতি প্রদান অতঃপর বাড়ি থেকে বের করে দিয়েছে বলে অভিযোগ করেছেন রজব আলী (৮০) নামের এক বৃদ্ধ।
ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী চেয়ারম্যানপাড়া এলাকায়। এ ঘটনায় বৃদ্ধ রজব আলী নাগেশ্বরী থানায় শনিবার (১২ আগস্ট) একটি অভিযোগ দাখিল করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১০ আগস্ট) রজব আলীর ছেলে ছনোয়ার হোসেন (৫৩) ও রফিকুল ইসলাম (৪৮) বৃদ্ধ বাবার নিকট থেকে জমি লিখে চায়।রজব আলী এতে রাজি না হলে দুই ভাই মিলে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ, হুমকি ও ভয়ভীতি প্রদান করে। এতে কাজ না হওয়ায় বাড়ি থেকে বের করে দেয়। পরে রজব আলী স্থানীয় মসজিদে আশ্রয় নেয়।
আরও পড়ুন- উজানের ঢল ও ভারী বর্ষণে তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই
এর পর স্থানীয়দের মাধ্যমে মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে ন্যায় বিচারের আসায় আজ শনিবার নাগেশ্বরী থানায় একটি অভিযোগ করেছেন।
বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান বলেন, ‘বিষয়টি আমাকে জানানো হয়নি, তবে নিঃসন্দেহে এটি একটি খারাপ কাজ করেছে, এর সঠিক বিচার হওয়া উচিত।’
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান জানান, অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনানুগভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।