লক্ষ্মীপুর সদরে পিয়ারাপুর মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ উদ্বোধন হবে (আজ) শনিবার সকাল ১১ টার সময়।
বিষয়টি শুক্রবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে শীর্ষ সংবাদকে মুঠোফোনে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন।
জানা গেছে, সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়ারাপুর বাজার এলাকায় প্রায় ৩৪ লাখ টাকার ব্যয়ে নির্মিত হয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ। দীর্ঘদিন অযত্ন অবহেলার কারণে উদ্বোধন করা হয়নি এ স্মৃতিসৌধ। সম্প্রতি বিষয়টি নজরে আসে জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দর। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন দুই লক্ষ টাকা বরাদ্দ দিয়ে নির্মিত স্মৃতিসৌধ সংস্করণ ও দৃষ্টিনন্দন করে তুলছেন।
ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম রনি শীর্ষ সংবাদকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্বপ্ন গ্রাম হবে শহর। তার একটি উদাহরণ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ। এখানে শিশুদের জন্য খেলাধুলার সামগ্রী রয়েছে।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচায় আমার দেখা চীন বইগুলো এ স্মৃতিসৌধে রাখা হবে। এছাড়া শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন খেলনাপাতি রাখা হয়েছে।