আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সকল কারণে নৌকা মার্কা ভোট দিবেন তার কারণ ব্যাখ্যা করলেন এমপি মনোনয়ন প্রত্যাশী শামছুল হক মিজান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা প্রথম দিনের মতো আজ দ্বিতীয় দিনেও গ্রামগঞ্জে পৌঁছে দিচ্ছেন লক্ষ্মীপুর-১, রামগঞ্জ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুল হক মিজান।
বুধবার (৯ আগস্ট) দিনব্যাপী শামছুল হক মিজানের উদ্যোগে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার লামচর, দরবেশপুর ও করপাড়া ইউনিয়নের গ্রামগঞ্জের সাধারণ জনগনের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরে লিফলেট বিতরণ করেন।
আরও পড়ুন- গাইবান্ধায় ভুমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর
কেনো নৌকা মার্কা ভোট দিবেন তার ব্যাখ্যা দিতে গেলে এই এমপি মনোনয়ন প্রত্যাশী শামছুল হক মিজান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে অসংখ্য উন্নয়নমূলক কাজ করেছেন। তার মধ্যে কয়েকটি উন্নয়ন তুলে ধরার চেষ্ঠা করছি আপনার সামনে।’
বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ, উপজেলা ভিত্তিক দৃষ্টিনন্দন আধুনিক মডেল মসজিদ নির্মাণ, পদ্মা সেতু নির্মাণ, অসংখ্য ফ্লাইওভার নির্মাণ, মেট্রোরেল নির্মাণ, ইউনিয়ন ভিত্তিক ডিজিটাল তথ্যসেবা কেন্দ্র নির্মাণ, কমিউনিটি ক্লিনিক নির্মাণ, ছিটমহল বিজয়, রাজস্ব আয় বৃদ্ধি ও সমুদ্র সীমা বিজয়সহ প্রায় শতাধিক উন্নয়নের কথা তুলে ধরেন তিনি।
আরও পড়ুন- প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো রামগড়ের আরও ৬৫ পরিবার
এই সময়ে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন জিয়া, রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও তরুন আওয়ামী লীগ নেতা মোরশেদুল আমিন বাবু, উপজেলা যুবলীগের সদস্য মোমিন মুন্সি, উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব হারুনুর রশিদ, পৌর শ্রমিক লীগের আহবায়ক আলমগীর, সদস্য সচিব নূরন্নবি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মনির হোসেন পাটওয়ারী, পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সবুজ হোসেন শান্ত, যুবলীগ নেতা রিপন, রুবেল পাটোয়ারী, উপজেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ আবদুল কাদের, দরবেশপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, ইউপি সদস্য ফয়েজ আহম্মেদ দুখুসহ ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগের প্রায় শতাধিক নেতাকর্মী।