মিউনিসিপ্যাল এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) বগুড়া অঞ্চল (সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া ও জয়পুরহাট) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উল্লাপাড়া পৌরসভার মেয়র এস.এম নজরুল ইসলাম।
সোমবার সকালে ঢাকা আগারগাঁ এনআইএলজি ভবনে ম্যাবের কেন্দ্রীয় কমিটির সভাপতিদেওয়ান কামাল আহমেদ এ কমিটি ঘোষনা করেন। এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।
আরও পড়ুন- বকশীগঞ্জে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন
ম্যাবেব সাধারণ সম্পাদক খালিদ হাসান ইয়াদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাবেব উপদেষ্ট্রা গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এ্যাড. অাজমত উল্লাহ খান।
এস. এম নজরুল ইসলাম ম্যাবেব সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় পৌর পরিষদ ও উল্লাপাড়া পৌরসভার সকল কমকর্তা-কমচারীদের পক্ষে অভিনন্দন জানান উল্লাপাড়া পৌরসভার পৌর নির্বাহী কমকর্তা মোঃ রফিকুল ইসলাম।