নীলফামারী কিশোরগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম আলম সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার আব্দুল গনি, উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা সমবায় অফিসার জাকিয়া ফারহানা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইয়েদ হোসেন সাবুল প্রমুখ।
আরও পড়ুন- প্রাথমিকের বৃত্তি পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত
আলোচনা সভা শেষে ১০ জন অসহায় মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এছাড়াও তথ্য আপার প্রকল্প দ্বিতীয় পর্যায়ে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে তথ্য আপা পরিবারের পক্ষ হাতে জন্মদিন উপলক্ষে বিনম্র শ্রদ্ধা ও বঙ্গমাতার বর্ণাঢ্য জীবনী আলোকপাত করেন।