লক্ষ্মীপুরের রায়পুরে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে রায়পুর থানা পুলিশ।
সোমবার (৮ আগস্ট) রাতে পৌর শহরের সোনালী ব্যাংক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, খুলনা জেলার মোরসালীন গাজীর ছেলে মোঃ রিপন গাজী (৪৩), ঢাকা জেলার সূত্রাপুর থানা এলাকার খলিলুর রহমানের ছেলে মোঃ আবুল কালাম (৬৬) ও খুলনা জেলার বাটিয়াঘাটার বাবর আলী শেখের ছেলে হারুনুর রশিদ (৪৬)।
এ বিষয়ে সোনালি ব্যাংক রায়পুর শাখার ম্যানেজার কোন বক্তব্য দিতে রাজি না হলেও তিনি জানান, প্রতারক চক্রকে সন্দেহ হলে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
আরও পড়ুন- রায়পুরে মেঘনা নদীর সংযোগ খালঃ দুই কিলোমিটারে ১০টি সাঁকো, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ
রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া জানান, চক্রটি দেশের বিভিন্ন ব্যাংক থেকে প্রতারণার মাধ্যমে গ্রাহকের টাকা আদায় করতেন। এমনকি প্রতারণায় ব্যর্থ হলে তারা লোকজনকে ভয়-ভীতি দেখিয়ে ও জিম্মি করে অর্থ আদায় করতেন। একই কায়দায় রায়পুর সোনালি ব্যাংকের সামনে ঘুরাঘুরি করছিলো। সন্দেহ হলে ম্যানেজার পুলিশকে সংবাদ দিলে তাদের আটক করা হয়। চক্রটি মাদক সেবনসহ ব্যবসার সঙ্গেও জড়িত।
রায়পুরের সহকারী পুলিশ সুপার আবদুল্যাহ শেখ সাদী বলেন, চক্রের সদস্যরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্যাংকের সাধারণ গ্রাহকদের টার্গেট করে বিভিন্ন কৌশলে প্রতারণার মধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছেন। গ্রেফতার প্রতারক চক্রের তিন সদস্য বিরুদ্ধে জিডি করা হয়। চট্টগ্রাম সিএমপি কোতয়ালী থানার মামলায় মঙ্গলবার সকালে তাদেরকে পাঠানো হয়েছে।