“সংগ্রাম স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযথ মর্যাদায় খাগড়াছড়ির রামগড়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে জন্মবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা মহিলা ক্লাব এর সামনে স্থাপিত বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
আরও পড়ুন- বিসিএসে একসঙ্গে দুই বোনের সাফল্য
এরপর উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ভাঃ) মানস চন্দ্র দাস এর সভাপতিত্বে আলোচনা সভায় ব্যক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মিসঃ হাসিনা আক্তার, রামগড় থানার ওসি মোঃ মিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইলিয়াস হোসেন, রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাজমুল হুদা, তথ্য আপা নাজমুন নাহার মৌসুমি, সাবেক জেলা শিক্ষা অফিসার রামেশ্বর চন্দ্র শীল প্রমুখ।
আলোচনা সভা শেষে অসহায় ও অসচ্ছল ৪ জন মহিলাকে সেলাইমেশিন ও ৪ জন মহিলাকে নগদ অর্থ প্রদান করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, পৌরসভার কমিশনার, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।