সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ সোমবার (৭ আগষ্ট) উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে বেলা এগারোটায় নেতাকর্মীগণ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে হয়ে প্রেসক্লাব পর্যন্ত বিশাল এক মানববন্ধন করেছেন।
১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের সদস্যসহ সকল হত্যাকান্ডের যে সকল আসামী বিভিন্ন দেশে পলাতক রয়েছে তাদের ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবী, জিয়াউর রহমানের মরণোত্তর বিচার ও ২১ শে আগস্ট হত্যাকান্ডের বিচারের রায় হওয়া পলাতক আসামীদের দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করার দাবীতে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
আরও পড়ুন- চৌহালীতে উপজেলা নির্বাহী অফিসারের প্রেস ব্রিফিং
উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ইদ্রিস আলী, সিনিয়র সহ সভাপতি আব্দুল বাতেন হিরু, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান কাকন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান পান্না, যুবলীগের যুগ্ম আহবায়ক পৌর কাউন্সিলর আজিজুল ইসলাম শাহ আলম।
পরে উপজেলা নির্বাহী অফিসার উজ্জল হোসেনের কাছে যুবলীগের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়।





