আশ্রয়ণ- ২ প্রকল্পের আওতায় সারাদেশে চতুর্থ পর্যায়ে নির্মিত গৃহ সমূহের হস্তান্তর কার্যক্রম উদ্বোধন উপলক্ষ্যে খাগড়াছড়ির রামগড়ে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ভাঃ) মানস চন্দ্র দাস প্রেস ব্রিফিং করেন।
এসময় প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন রামগড় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আরও পড়ুন- সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছানোর সেঞ্চুরি
প্রেস ব্রিফিং এ উপজেলা নির্বাহী অফিসার (ভাঃ) বলেন আশ্রয়ণ- ২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে নির্মিত ঘর সারাদেশে এক যোগে আগামী ৯ আগস্ট (বুধবার) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ব্রিফিংয়ে আরও বলা হয়, তার মধ্যে রামগড় উপজেলায় ২০২২-২৩ অর্থ-বছরে ৪র্থ পর্যায়ে (২য়-ধাপে) ভূমিহীন ও গৃহহীন ৬৫ টি ঘর নির্মাণকাজ শতভাগ শেষ হয়েছে, ৬৫ টি গৃহের মধ্যে রামগড় পৌরসভায় ৩৭ টি, ১ নং রামগড় ইউনিয়নে ২৩ টি ও ২ নং পাতাছড়া ইউনিয়নে ৫ টি ঘর নির্মাণ করা হয়েছে।
আরও জানানা হয়, ইতিপূর্বে ১ম, ২য়, ৩য় এবং ৪র্থ পর্যায়ে ১ম ধাপে মোট ৪৭৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে, এর মধ্যে রামগড় পৌরসভায় ৫৩ টি, ১ নং রামগড় ইউনিয়নে ২১৪ টি ও ২ নং পাতাছড়া ইউনিয়নে ২০৯ টি।