লক্ষ্মীপুরের রামগঞ্জে দুইটি গাজার গাছ, ইয়াবা ট্যাবলেট ও পরোয়ানাভুক্ত আসামীসহ তিন জনকে আটক করেছে রামগঞ্জ থানা পুলিশ।
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ পিপিএমের সার্বিক দিক-নির্দেশনায় (৬ আগস্ট) রবিবার রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হকের নেতৃত্বে এসআই মুহাম্মদ কাওসারুজ্জামান, মোঃ আজাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে এই তিন আসামীকে গ্রেফতার করেন।
রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের আনন্দিপুর হানিফ মেম্বারের নতুন বাড়িতে মৃত সলেমানের ছেলে জাকির হোসেনকে দুইটি গাজার চারাসহ আটক করেন পুলিশ। গাজার চারাগুলোর একটির আনুমানিক উচ্চতা ছয় ফুট এবং অপরটির উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি।
আরও পড়ুন- জনগণ যদি উন্নয়ন চায়, তাহলে নৌকায় ভোট দেবেঃ শেখ হাসিনা
এসআই মোঃ অলি উল্লাহ তার সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে কাজিরখিল গ্রামের ইউনুছ পন্ডিত বেপারী বাড়ির আনোয়ার হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ হৃদয়কে ৭৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করেন।
এছাড়াও এএসআই মোঃ হাবিবুর রহমান তার সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে রাঘবপুর দীঘির পূর্ব পাড় হইতে মোঃ আবুল কালামের ছেলে নন জিআর ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ মহিন উদ্দিনকে গ্রেফতার করেন।
পরবর্তীতে উক্ত আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃত জাকির হোসেনের কাছ থেকে ২টি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আসামিকে লক্ষ্মীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।