শরীয়তপুর জেলা প্রশাসকের নির্দেশে সদর উপজেলার বিভিন্ন স্থানে পুকুর ভরাট বন্ধে অভিযান পরিচালনা করা হয়। পুকুর ভরাটের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
বুধবার (২ আগষ্ট) জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহম্মেদ এর নির্দেশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন শরীফ অভিযান পরিচালনা করেন।
এসময় কয়েকটি পুকুর ভরাটের চলমান কাজ বন্ধ করে দেওয়া হয়। অভিযান চলাকালীন পুকুর ভরাট কাজে জড়িত একজনকে হাতে নাতে আটক করা হয়।
আরও পড়ুন- বৃষ্টি নেই, আমন রোপণে ব্যাঘাত, সেচে ভরসা
আটককৃত ব্যাক্তি পৌরসভার ৭ নং ওয়ার্ডের ধানুকা গ্রামের মৃত গাউস হাওলাদের ছেলে আবুল হোসেন (৪৫)।
পরবর্তীতে তার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং উক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় পুকুর ভরাটের কাজে জড়িত বালু সঞ্চালন পাইপসমুহ বিনষ্ট করা হয়। সেই সাথে সকলকে পুকুর ভরাট কাজ আর না করার জন্য সতর্ক করা হয়। এ অভিযানের সার্বিক সহায়তায় ছিলেন শরীয়তপুর জেলা পুলিশ।