জামালপুরের বকশীগঞ্জের নীলাখিয়া ইউনিয়নের কুশলনগর গ্রামের দশানী নদীর ভাঙ্গন হতে রক্ষাকল্পে জেলা পানি উন্নয়ন বোর্ড কর্তৃক জিও ব্যাগ দ্বারা অস্থায়ীভাবে জরুরী ভিত্তিতে প্রতিরক্ষা কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১ আগস্ট) সকালে জিও ব্যাগ দ্বারা অস্থায়ীভাবে প্রতিরক্ষা কাজের উদ্বোধন করেন জামালপুর ১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুৎফুন নাহারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ তালুকদার, জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আতাউর রাব্বী।
আরও পড়ুন- ময়মনসিংহে দুই স্ত্রীকে হত্যার দায়ে ফখরুলের ফাঁসি
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার, সহ সভাপতি জয়নাল আবেদিন, সহ সভাপতি সাখাওয়াত হোসেন সাকা, যুগ্ন সাধারণ সম্পাদক আগা সাইয়ুম, উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভেকেট ইসমাইল সিরাজী।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের সার্বিক তত্তাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান সজিব এন্টারপ্রাইজ ৬০ লাখ টাকা ব্যায়ে নদী ভাঙন রোধে ২০০ মিটার পর্যন্ত ১৩ হাজার ৫০০ জিও ব্যাগ স্থাপন করবে।