biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
ঢাকাSunday , 30 July 2023
 1. অন্যান্য
 2. অর্থ ও বাণিজ্য
 3. আইন-বিচার
 4. আন্তর্জাতিক
 5. আবহাওয়া
 6. কৃষি ও প্রকৃতি
 7. খেলাধুলা
 8. গণমাধ্যম
 9. চাকরি
 10. জাতীয়
 11. ধর্ম
 12. নির্বাচন
 13. প্রবাসের খবর
 14. ফিচার
 15. বিজ্ঞান ও প্রযুক্তি

২০২২ সালে বিএনপির আয় ও ব্যয় বেড়েছে

Link Copied!

নির্বাচন কমিশনের কাছে ২০২২ সালের আয় এবং ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রবিবার (৩০ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত হয়ে এই হিসাব জমা দেন।

এসময় রিজভী জানান, ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে বিএনপির আয় হয়েছে ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। এ সময়ে দলটির মোট ব্যয় হয়েছে তিন কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা। গত বছর বিএনপির উদ্বৃত্ত ছিল ২ কোটি ৩ লাখ ৭০ হাজার ৮২৯ টাকা।

আগের বছরের তুলনায় ২০২২ সালে বিএনপির আয় ও ব্যয় দুটিই বেড়েছে। গত বছর বিএনপি আয়-ব্যয়ের যে হিসাব দিয়েছিল, তাতে ২০২১ সালে দলটির আয় হয়েছিল ৮৪ লাখ ১২ হাজার ৪৪৪ টাকা। আর ব্যয় হয়েছিল ১ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ১৭১ টাকা।

আরও পড়ুন-   ৪৬ বছর বয়সী রহিমার এসএসসি জয়

আয়ের বিষয়ে জানতে চাইলে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা সাংবাদিকদের বলেন, ‘জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের চাঁদা, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে অনুদান এবং ব্যাংকে এফডিআরের বিপরীতে সুদই দলের আয়ের উৎস।’

এসময় নির্বাচন কমিশনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে চায়ের আমন্ত্রণ জানানো হয়েছিল তবে তা প্রত্যাখ্যান করেন তিনি।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, ‘বিএনপির পক্ষ থেকে দুপুরে রুহুল কবির রিজভীর নেতৃত্বে আমরা দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসেব জমা দিতে গিয়েছিলাম। ইসি সচিব মোঃ জাহাঙ্গীর আলমের কাছে হিসেব তুলে দেওয়ার পর রুহুল কবির রিজভীকে চায়ের জন্য আমন্ত্রণ জানান। কিন্তু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তা প্রত্যাখ্যান করে ইসি সচিবালয় থেকে বেরিয়ে আসেন। আমরা এই ইসিকে বৈধ মনে করি না। তারা আওয়ামী লীগের একটি অঙ্গ-প্রতিষ্ঠানের মতো কাজ করছেন।

এ সময় রুহুল কবির রিজভীর সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক প্রমুখ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ  
 • আমাদেরকে ফলো করুন…