খাগড়াছড়ির রামগড় ৪৩বিজিবির পৃথক দুইটি অভিযানে ১৩৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) সকালে বিভিন্ন সময়ে ব্যাটালিয়ন অধীনস্থ পানুয়াছড়া বিওপির কমান্ডার নায়েব সুবেদার মোঃনজরুল ইসলাম এর নেতৃত্বে রামগড়ের ফেনি নদীর কূল নামক স্থান হতে ৪৮ বোতল ও বাগানবাজার বিওপির নায়েব সুবেদার মোঃ জাহানুর ইসলামের নেতৃত্বে বড়ইবাগান নামক স্থান হতে ৯১ বোতল সহ মোট ১৩৯ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবির টহলদল।
আরও পড়ুন- গাইবান্ধায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
বিজিবি জানায়, জব্দকৃত ভারতীয় মদ পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃআবু বকর সিদ্দিক সাইমুম বলেন, সীমান্তে কোন ধরনের অবৈধ কর্মকান্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না। মাদক চোরাচালান দমনর বিজিবি সর্বদা প্রস্তুত।