খাগড়াছড়ির রামগড়ে পৌরসভা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ এর ফাইনাল ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার (২৭ জুলাই) বিকাল ৪টায় রামগড় পৌরসভার আয়োজনে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের বালক পর্যায়ের ফাইনাল খেলায় নিউ রামগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ, সোমাচন্দ্র কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে ৫-৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ও বালিকা পর্যায়ের ফাইনাল খেলায় নিউ রামগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ, ভৃগুরাম কার্বারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নিউ রামগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বৈত চ্যাম্পিয়ন।
খেলা পরিচালনা কমিটির সদস্য পলাশ দেবনাথ এর সঞ্চালনা ও পরিচালনা কমিটির আহ্বায়ক প্যানেলমেয়র নুর মোহাম্মদ শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন রামগড় পৌরসভার মেয়র মোঃ রফিকুল আলম (কামাল)।
আরও পড়ুন- নাইজারে সামরিক অভ্যুত্থান ঘোষণা, প্রেসিডেন্ট আটক
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার উম্রাচিং চৌধুরী, প্যানেলমেয়র কাজী বশর, কমিশনার জসিম উদ্দীন, মহিলা কমিশনার আনোয়ারা বেগম, আয়েশা আক্তার প্রমুখ।
টুর্নামেন্টে সেরা খেলোয়াড বালক উথুপরু মার্মা (নিউ রামগড়), বালিকা রুচেন্দ্রা মার্মা (নিউ রামগড়), সর্বোচ্চ গোলদাতা তানবিরুল ইসলাম (নজিরটিলা), বালিকা উক্রাচিং মার্মা (নিউ রামগড়) নির্বাচিত হয়ে ব্যক্তিগত পুরষ্কার লাভ করে।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন দীপ দে এবং সহকারী রেফারি ছিলেন, সম্পদ বড়ুয়া ও রুজু কর। ধারাভাষ্যকারে ছিলেন গোলাপ ত্রিপুরা, সার্বিক সহযোগীতায় পরিচালনা কমিটির সদস্য মোঃ শাহ-আলম, মোঃ ফারুক হোসেন, মোঃ মাসুদ রানা, কাউছাইন হাবীব (পবন)।
টূর্ণামেন্ট পরিচালনা কমিটি জানায়, উক্ত টূর্ণামেন্টে অংশগ্রহনকারী চ্যাম্পিয়ন দল উপজেলা পর্যায়ের টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।