খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবি কর্তৃক সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় গরীব, দুস্থ্য, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালীদের মাঝে বিভিন্ন সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্প্রতিবার (২৭ জুলাই) সকালে রামগড় ৪৩ বিজিবির জোন দপ্তরে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জোন অধিনায়ক লে.কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম পিএসসি জি+।
আরও পড়ুন- ২৩ শর্তে আ.লীগ-বিএনপিকে সমাবেশের অনুমতি
উক্ত বিতরণে উপস্থিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালী গরীব ও দুস্থ্য জনসাধারনের মাঝে ০৩টি সেলাই মেশিন, ০৩ বাইন ঢেউ টিন, ০২টি ছাগল, ১০জন মেধাবী শিক্ষার্থী সহ ১৭ টি পরিবারকে চিকিৎসা ও মেয়ের বিবাহের জন্য নগদ অর্থসহ সর্বমোট ৩৫ জনকে এ সহায়তা প্রদান করা হয়।
বিতরণ শেষে প্রধান অতিথি বলেন, ‘রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত পাহাড়ী এবং বাঙ্গালী গরীব ও দুঃস্থদের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য রামগড় জোন কর্তৃক এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।’