সংলাপ নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) আপাতত কোনো ভাবনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। ‘তিনি বলেন, সংলাপের কোনো প্রয়োজনীয়তা আছে বলেও নির্বাচন কমিশন (ইসি) মনে করছে না। রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবে সমাধান হবে। রাজনৈতিক সমস্যা সমাধানে ইসির এখতিয়ার নয়।’
মঙ্গলবার (২৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংলাপের বিষয়ে নির্বাচন কমিশনের এ অবস্থানের কথা জানান তিনি।
ইসি সংলাপের কোনো উদ্যোগ নেবে কি না, এমন প্রশ্নের জবাবে আনিছুর রহমান বলেন, ‘না, আমরা কেন আর সংলাপের উদ্যোগ নেব? এটা রাজনৈতিক বিষয়, রাজনৈতিকভাবে সমাধান হবে। আমরা তফসিলসহ অন্যান্য নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাব।’
আরও পড়ুন- শার্শায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
দায়িত্ব গ্রহণের চার মাস পর নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে সংলাপে ডাকে কাজী হাবিুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। তবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো তা বর্জন করে। পরে আরও একবার সংলাপের উদ্যোগ নিলেও বিএনপি ও সমমনাদের সাড়া পায়নি কমিশন। চিঠি পাঠিয়েও কোনো জবাব পাওয়া যায়নি।
যথাসময়ে তফসিল ঘোষণা করা হবে জানিয়ে আনিছুর রহমান বলেন, ‘জাতীয় নির্বাচনের তফসিলের বিষয়ে এখনো কমিশনে আলোচনা হয়নি। তবে নির্বাচন করার জন্য আমরা প্রস্তুত। যাঁরা নির্বাচনে থাকবেন, তাঁদের প্রস্তুত হতে হবে। সময়ই বলে দেবে, যত সময় কমে আসবে, ততই প্রত্যেকে চাপের মধ্যে থাকবেন। তাঁরাও থাকবেন, আমরাও চাপের মধ্যে থাকব। আর সময়ই সমাধান করে দেবে।’
নিবন্ধন না পেয়ে কয়েকটি দলের ইসি ঘেরাও কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, ‘যারা নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়নি, তাদের মধ্যে ক্ষোভ থাকতে পারে। ঘেরাও করার অধিকার আছে, করুক। যদি কেউ ঘেরাও করে, আমরা ঘেরাও হয়ে থাকব, অসুবিধা নেই।’
নতুন দলগুলোর নিবন্ধন প্রসঙ্গে এ কমিশনার বলেন, আমরা ২৬ জুলাই পর্যন্ত সময় দিয়েছি আপত্তি জানানোর জন্য। যারা নিবন্ধনের যোগ্যতা অর্জন করেছে বলে মনে করে তাদের আপত্তি জানানোর জন্য। কেউ কেউ আপত্তি জানিয়েছে। কালকের পর আমরা এটা নিয়ে বসব।