আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিতে উদগ্রীব হয়ে আছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সরকার পতনের আন্দোলনে ভীত নয় আওয়ামী লীগ।’
সোমবার (২৪ জুলাই) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের শিক্ষা উপকমিটির সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ২৭ জুলাই বিএনপির মহাসমাবেশ ঘিরে কোনো অশান্তির সৃষ্টি হোক সেটা ক্ষমতাসীন আওয়ামী লীগ চায় না। তবে বিএনপি কোনো অশান্তি সৃষ্টি করলে, জনগণের জানমালের ক্ষতি করলে তাদের প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।’
আরও পড়ুন- সুদানে দুপক্ষের ভারী লড়াই, নিহত ১৬ জন
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মাঝে মাঝে কষ্ট পান। ভিন্নমতের অনেকের সঙ্গে বাধ্য হয়ে কাজ করতে হয়। আমাদের ছেলে মেয়েরা বিসিএস দেয় না। আমাদের সচিবালয়ে লোক দরকার।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ছাত্র সংগঠনের কমিটিগুলোকে দেখতে হবে। ছাত্র রাজনীতিকে আকর্ষণীয় করতে হবে। ছাত্র রাজনীতির সুদিন ফিরিয়ে আনতে হবে। দেশের জনগণের কাছে আকর্ষণীয় করতে হবে। নেতা দরকার নেই, কর্মী বানাবেন।’
তিনি বলেন, ‘আগে ছাত্রনেতারা বিশ্ববিদ্যালয়ের করিডোর দিয়ে হেঁটে গেলে মেয়েরা কমন রুম থেকে বেরিয়ে দেখতো, কোন নেতা যাচ্ছেন। আর এখন ছাত্রনেতারা হেঁটে গেলে কমন রুমে ঢুকে যায়। তার মানে এরা রাজনৈতিক নেতা এবং ক্ষমতার দাপট দেখায়।’
আগামী ২৭ জুলাই রাজধানীতে মহাসমাবেশ ডেকেছে বিএনপি। এদিন আওয়ামী লীগও পাল্টা সমাবেশ ডেকেছে। এতে অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘সংঘাতের উসকানি আমরা কখনও দেব না। শুধু শুধু দেশে অশান্তি সৃষ্টি করে আমাদের লাভ নেই, বরং ক্ষতি। আমরা কোনো অশান্তি চাই না। তবে কেউ যদি দেশে কোনো অশান্তি সৃষ্টি করে তাহলে তাদের বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নেব।’
আরও পড়ুন- টোল ফ্রিসহ ৬ দাবিতে অ্যাম্বুলেন্স চলাচল বন্ধের ঘোষণা
বিএনপির কর্মসূচির সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘যেখানেই সমাবেশ সেখানেই পিকনিক পার্টি করে বিএনপি। তাদের একটা কথা মনে করিয়ে দিতে চাই- তারা যেন মশার কয়েল বেশি করে আনে। মশার কয়েলটা নিয়ে আসবেন। কর্মীরা আবার আন্দোলন করতে এসে যেন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি না হয়।’
সম্প্রতি এক সমাবেশে আলোচিত সংগঠন হেফাজতে ইসলামের নেতারা কারাবন্দি আলেমদের মুক্তির দাবিতে সরকার পতনের হুমকি দিয়েছেন। এই প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘হেফাজতে ইসলাম দিবাস্বপ্ন দেখতে অভ্যস্ত। তারা সরকার পতনের স্বপ্ন দেখতে থাকুক।’
ওবায়দুল কাদের বলেন, ‘তারা লাঠিসোটা নিয়ে আসছে। কেউ জনগণের জানমালের ক্ষতিসাধন করলে নিরাপত্তা বিধান করা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা দল হিসেবে আমাদের দায়িত্ব। আমারা তাদের স্মরণ করিয়ে দিচ্ছি, বিরোধীদের সরকার পতনের দিবা স্বপ্ন ভেসে যাবে।’