‘সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন’ এবারের প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (২৩ জুলাই) সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিটি উদ্বোধন করেন জেলা প্রশাসক জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান।
আরও পড়ুন- শার্শায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপ
পরে সার্কিট হাউজ মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শরীফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান, পুলিশ সুপার মোঃ কামাল হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ হাফিজুল হক, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রকৌশলী মোঃ আব্দুর রহিম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল মোত্তালিব ও জেলা মৎস্য কর্মকর্তা ফয়সাল আজম প্রমুখ।
এসময় জেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।