ঢাকাTuesday , 23 August 2022
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • ভারতের গ্র্যান্ডমাস্টারকে হারালেন বাংলাদেশের জিয়া

    Link Copied!

    আবুধাবি আন্তর্জাতিক দাবা ফেস্টিভাল-মাস্টার্স-

    সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শহরে হচ্ছে ২৮তম আন্তর্জাতিক দাবা ফেস্টিভাল। সেখানে মাস্টার ইভেন্টে ষষ্ঠ রাউন্ডের খেলায় জিয়াউর রহমান ৬ খেলায় ৪ পয়েন্ট পেয়ে ভারতের গ্র্যান্ডমাস্টার অভিজিৎ গুপ্তাকে হারিয়েছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। এছাড়া আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সাড়ে তিন পয়েন্ট, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া আড়াই পয়েন্ট ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ এক পয়েন্ট অর্জন করেছেন। অভিজিৎ গুপ্তার সঙ্গে জিয়া সাদা ঘুঁটি নিয়ে কিংস ইন্ডিয়ান এ্যাটাক পদ্ধতিতে খেলে ৩২ চালের মাথায় জয়ী হন।

    আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ভারতের গ্র্যান্ডমাস্টার গেগারি সার্দুলের সঙ্গে ড্র করেছেন। ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে রেটি ওপেনিং পদ্ধতিতে খেলে ৩৬ চালে ড্র করেন। ভারতের ফিদে মাস্টার অরগ্য গার্গের সঙ্গে ড্র করেন ফিদে মাস্টার তাহসিনও। তবে ফিদে মাস্টার পরাগ ভারতের ফিদে মাস্টার মহিতোষ দের কাছে হেরে গেছেন।

    এই রাউন্ডে ভারতের এরিগাইসি অর্জুন ও যুক্তরাষ্ট্রের রবসন রে ৫ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন।

    শীর্ষসংবাদ/নয়ন

    জে এম আলী নয়ন

    সর্বমোট নিউজ: 4964

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০