গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

সম্পর্কোন্নয়নে লাতিন আমেরিকা সফরে রাইসি

আন্তর্জাতিক ডেস্কঃ
জুন ১৩, ২০২৩ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সম্পর্কোন্নয়নের জন্য লাতিন আমেরিকার তিন দেশে পাঁচদিনের বিরল কূটনৈতিক সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম পর্যায়ে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে পৌঁছেছেন। এই সফরে তিনি মার্কিন নিষেধাজ্ঞায় থাকা তিনটি দেশ সফর করছেন। অন্য দেশ দুটি হল- কিউবা ও নিকারাগুয়া।

সোমবার সকালে এই সফরের উদ্দেশে তেহরান ছেড়েছেন প্রেসিডেন্ট রাইসি। পশ্চিমাবিরোধী দেশগুলোর সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে এমন সফরে বেরিয়েছেন রাইসি।

সফরের প্রথমে তিনি পা রেখেছেন ভেনেজুয়েলায় দেশটির রাজধানী কারাকাসে পৌঁছেই রায়িসি বলেন, দুই ‘বন্ধু’ দেশের ‘শত্রুও অভিন্ন’।

তেহরান ছাড়ার আগে রাইসি বলেন, লাতিন আমেরিকার স্বাধীন দেশগুলোর সঙ্গে ইরানের কৌশলগত সম্পর্ক রয়েছে। প্রথমে ভেনিজুয়েলা হয়ে তারপর অন্য দুই দেশে যাবেন ইরানি প্রেসিডেন্ট। তিনটি দেশের ওপর দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

এর আগে ২০১৬ সালে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট হাসান রুহানি কিউবা ও ভেনেজুয়েলা সফর করেছিলেন। আর ২০০৭ সালে নিকারাগুয়া সফর করেছিলেন সেই সময়ের ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।

কারাকাসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে পাশে নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট রাইসি। এ সময় তিনি বলেন, “আমাদের স্বার্থ অভিন্ন, লক্ষ্য অভিন্ন এবং শত্রুও অভিন্ন।”

আরও পড়ুন-   ব্যুরো বাংলাদেশে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা

ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, “ইরান ও ভেনেজুয়েলা সাধারণ কূটনৈতিক নয় বরং কৌশলগত সম্পর্কে আবদ্ধ।”

‘যৌথভাবে আমরা অসাধ্য সাধন করব’—এমন দাবি করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো।

তিনি আরও বলেন, নতুন বিশ্বব্যবস্থায় ইরান অন্যতম গুরুত্বপূর্ণ উদীয়মান শক্তি হিসেবে তার ভূমিকা পালন করছে।

ইরানের প্রেসিডেন্ট রাইসির এ সফরের অন্যতম উদ্দেশ্য দুই দেশের মধ্যকার বাণিজ্যের পরিধি বাড়ানো। তিনি জানান, বর্তমানে দুই দেশের মধ্যে বছরে ৩০০ কোটি ডলারের বাণিজ্য হচ্ছে। তাদের লক্ষ্য এটাকে দুই হাজার কোটি ডলারে উন্নীত করা।

এই সফরে স্বাস্থ্য থেকে খনি—বিভিন্ন খাতে ১৯টি চুক্তি সই করেছে ইরান ও ভেনেজুয়েলা। দুই দেশের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর বিষয়টিও তাদের আলোচ্যসূচিতে ছিল।

বিশ্বের সবচেয়ে বড় তেলের খনি রয়েছে ভেনেজুয়েলায়। এরপরও ব্যাপক অর্থনৈতিক সংকটে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশটি।

সূত্র: প্রেস টিভি, ভয়েস অব আমেরিকা

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5484

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…