নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় ইয়ামিন ইসলাম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে মেধাকুঞ্জ বিদ্যানিকেতনের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
মঙ্গলবার (৩০ মে) সকাল ১০টার দিকে নীলফামারী-রংপুর মহাসড়কের আরডিআরএস অফিসের সামনে ঘটনাটি ঘটে।
শিশুটি উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি পশ্চিমপাড়া গ্রামের শেরিফুর রহমানের ছেলে ও সোনালী ব্যাংকের সাবেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বারের নাতী।
আরও পড়ুন- ছাত্রলীগ নেতা হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড
প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শেরিফুর রহমানের চাচাতো ভাই হাসিব মিয়া মোটরসাইকেলে ইয়ামিনকে সঙ্গে নিয়ে ফৌজিয়া ফিলিং স্টেশনে তেল নিতে যাওয়ার পথে আরডিআরএস অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের ধাক্কায় শিশু ইয়ামিন ও হাসিব দুজনেই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দুজনকেই কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু ইয়ামিনকে মৃত্যু ঘোষণা করেন।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, সড়ক দুর্ঘটনায় ইয়ামিন নামে একটি শিশুর মৃত্যুর সংবাদ শুনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশুটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।