নেত্রকোণা জেলার মদন উপজেলার আলহাজ্ব মহিউদ্দিন মার্কেট বণিক সমিতির ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ শে মে) ব্যবসায়ীদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আলহাজ্ব মহিউদ্দিন মার্কেট মসজিদ কোয়ার্টারে সকাল ১০ টা হতে বেলা ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে।
নির্বাচনে সভাপতি পদে মোঃ আল আমিন তালুকদার ও শফিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে ৩য় বার নির্বাচিত হয়েছে মোঃ আল আমিন তালুকদার।
আরও পড়ুন- ভূরুঙ্গামারীতে বিশেষ চাহিদা সম্পন্ন যুবতীর শ্লীলতাহানিঃ ১ বৃদ্ধ আটক
সহ সভাপতি পদে রাব্বুল মিয়া ও মোঃ শেখ হাদিস মিয়া প্রতিদ্বন্দ্বিতা করেন। সেখানে দুই প্রার্থীর ভোট সমান হওয়ায় লটারির মাধ্যমে রাব্বুল মিয়া নির্বাচিত হয়েছে।
সাধারণ সম্পাদক পদে মোঃ ছোটন মিয়া ও মোহাম্মদ উজ্জল মিয়া প্রতিদ্বন্দ্বিতা করেন। সেখানে ৩য় বার মোঃ ছোটন মিয়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন আলহাজ্ব মহিউদ্দিন মার্কেট এর মালিক সমিতির সভাপতি আল মনসুরুল আলম আরিফ, প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আবু হান্নান তালুকদার।
আরও পড়ুন- উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩
এ সময় আলহাজ্ব মহিউদ্দিন মার্কেট এর সকল ব্যবসায়ি ও মালিক পক্ষের লোকজন সহ পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।




