স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে খোকন নামের এক ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আজ (২০ আগষ্ট) শনিবার সন্ধ্যায় শহরের তিতাখাঁ জামে মসজিদ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়।
জানা যায়, ছাত্রী স্কুল শেষে লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বাড়ির দিকে যাওয়া পথে খোকন ঐ ছাত্রীকে ইভটিজিং করে। পরে স্কুল ছাত্রী কান্না শুরু করে স্থানীয়রা ঐ ব্যক্তিকে আটক করে পুলিশে দেয়। খোকন তার দোষ স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় বলেন, খোকন দোষ স্বীকার করায় ইভটিজিংয়ের দায়ে তাকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।