biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজXDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশনbiggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
ঢাকাThursday , 18 August 2022

অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুরে সুপারি বাগানের ভেতর থেকে অজ্ঞাতপরচিয় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে (১৮ আগষ্ট) রায়পুর ইউনিয়নের চরপ‌লোয়ান ১নং ওয়া‌র্ডের দেওয়ান বা‌ড়ির দ‌ক্ষি‌ণে ঢালীবা‌ড়ির গনি মিয়ার সুপা‌রি বাগা‌ন থে‌কে অর্ধগ‌লিত লাশটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, নিহত ওই নারীর বয়স ৪০থেকে ৫০ বছরের মধ্যে হবে।

ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারি পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মাদ শেখ সা‌দি ও ইউনিয়ন চেয়ারম্যান সফিউল আজম চৌধুরী (সুমন)।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বিকেলে ওই এলাকার সুপারি বাগানের ভেতরে অর্ধগলিত অবস্থায় ওই নারীর লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে বিকাল ৪টায় থানার পুলিশ ঘটনাস্থলে ওই নারীর লাশ উদ্ধার করে।

ঘটনাস্থলে লাশের সুরতহাল করেছেন রায়পুর থানার পরিদর্শক হাসান জাহাঙ্গির। তিনি বলেন, ওই নারীর লাশটি পচে-গলে গেছে। দেখে চেনার কোনো উপায় নেই। ধারণা করা হচ্ছে, বুধবার রাতে ওই স্থানে লাশটি পড়ে আছে। লাশের পাশে একটি ব্লেড ও লাল ওড়না পড়ে ছিল। ময়নাতদন্তের জন্য লাশটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া  বলেন, ওই নারীর পরিচয় ও হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করা হবে।

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ 
  • আমাদেরকে ফলো করুন…