কুড়িগ্রাম সদর উপজেলায় ধরলা নদীতে গোসল করতে নেমে আসাদুজ্জামান শুভ (১৭) নামের দশম শ্রেনীর এক শিক্ষার্থী নিখোঁজের ৫ ঘন্টা পর আজ বিকালে ধরলা ব্রিজ পূর্ব প্রান্তে নদী থেকে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
আরও দেখুন- সারাদেশে সিরিজ বোমা হামলার ১৭ বছর
স্থানীয়রা জানায়, বুধবার দুুপুর ১টার দিকে শুভ তার দুই বন্ধু জয় ও তরঙ্গ মিলে ধরলা নদীতে গোসল করতে নামে। এ সময় সাঁতার কাটতে গিয়ে শুভ পানিতে ডুবে যায়। বাকী দুই বন্ধু সাঁতারে পাড়ে উঠতে পারলেও শুভ পানির নীচে চলে যায়। পরে স্থানীয় মানুষজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। বিকেল সাড়ে পাঁচটায় রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার কাজের আধা ঘন্টার মধ্যে ঘটনাস্থল থেকেই শুভর মরদেহ খুজে পায় ডুবরী দল।
নিহত শুভ সদর উপজেলার পাটেশ্বরী এলাকার তাজুল ইসলামের ছেলে। সে কুড়িগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র।
ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার আলী সাজ্জাদ জানান, ডুবরী দল প্রায় আধা ঘন্টার প্রচেষ্টায় নিখোঁজ শুভর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো: শাহরিয়ার।
আরও দেখতে পারেন-
⇒ সিরিজ বোমা হামলার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ
⇒ ১ কোটি লিটার সয়াবিন তেল কিনছে সরকার
⇒ হিলিতে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
⇒ বিরামপুরে লিচু বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার
⇒ জন্মাষ্টমীর শোভাযাত্রা : বন্ধ থাকবে যেসব সড়ক