লক্ষ্মীপুর পৌরসভার অর্থায়নে ৩৩ লক্ষ টাকা ব্যয়ে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে বঙ্গবন্ধু ম্যুরাল স্থাপন করা হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও বঙ্গবন্ধু ম্যুরাল ‘মুক্তির প্রেরণা’র উদ্বোধন করেন অতিথিরা।
এসময় বক্তারা বলেন, ড. ইউনুসের ষড়যন্ত্র প্রকৃত অর্থে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষার্থীতে পরিণত করা সরকারের যে স্বপ্ন, সেই স্বপ্নের বিরুদ্ধে ষড়যন্ত্র। অর্থনীতির চাকাকে পেছনের দিকে ঠেলে দেয়ার ষড়যন্ত্র। এ ষড়যন্ত্রকে তখনই রুখিয়ে দেয়া সম্ভব হবে, যখন আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনা যাবে।
তারা আরও বলেন, বঙ্গবন্ধুর মুক্তির সংগ্রাম ছিলো প্রকৃত পক্ষে দেশের অর্থনৈতিক মুক্তি। স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে তিনি একটি ভূখন্ডকে স্বাধীন করার কথা বলেছেন। সেই অর্থনৈতিক মুক্তির ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু ম্যুরাল ‘মুক্তির প্রেরণা’র প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা একেএম শাহজাহান কামাল এমপি। লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহবুবুল করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশ্রাফ, জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা চেয়ারম্যান সালাহ উদ্দিন টিপু।