দীর্ঘদিনের স্বপ্ন থেকে পরিষদের সামনের খালি জায়গায় সূর্যমূখী ফুল গাছ লাগানো হয়। চারাগাছ ছোট থেকে বড়ও হয়েছিল। কিন্তু গাছগুলো কারা যেন কেটে দিয়েছে। কৃষি বিভাগের সহযোগিতায় চাষ করা ৩ শতাংশ জমিতে সূর্যমূখী গাছ ফুল পরিপুর্ন আসার আগেই কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাতে গাছগুলো কাটা হয়েছে। কিন্তু সেই মাঠে রাত ১২টা পর্যন্ত ছিলেন ইউপি চেয়ারম্যান।
চেয়ারম্যান হাওলাদার নুরে আলম জিকু বলেন, বুধবার সকালে গিয়ে দেখতে পান গাছগুলো নুঁইয়ে পড়েছে। প্রথমে ভেবেছিলেন রোদের কারণে এমনটা হয়েছে। কিন্তু পরেই দেখতে পান প্রায় গাছের গোড়া থেকে কাটা রয়েছে।। সব মিলিয়ে খরচ হয়েছিল ৫০ হাজার টাকা। মঙ্গলবার দুপুরে উপজেলা চেয়ারম্যানসহ কৃষিবিভাগের কর্মকর্তারা ওই ফুলের বাগান পরিদর্শন করেন। দুঃখের বিষয় গাছের সঙ্গে যারা শত্রুতা করে তারা কেমন মানুষ?’
রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা ফাহমিদা খুতুন বলেন, ২০২২-২৩ অর্থ বছরে প্রনোদনা কর্মসূচির আওতায় চরআবাবিল ইউপির উদমারা গ্রামে সূর্যমূখী প্রদর্শনী ক্ষতিগ্রস্তের বিষয় দেখেছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে পরিষদকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনজন দাশ বলেন, ‘ইউপি চেয়ারম্যানের লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।