ঢাকাTuesday , 14 March 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া ও কৃষি
  7. খেলাধুলা
  8. গনমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. ফ্যাশন
biggapon বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর
  • চন্দ্রগঞ্জে বাড়ির পথ সংক্রান্ত বিরোধে ঘুম ও খুনের হুমকি

    Link Copied!

    লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ১১নং হাজিরপাড়া ইউনিয়নের চর চামিতা গ্রামের ৪নং মিয়া বাড়িতে পথ সংক্রান্ত বিরোধে মসিউরের নেতৃত্বে কতিপয় ব্যাক্তি সায়েম পরিবারের নিকট চাঁদা দাবি ঘুম ও খুনের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, চরচামিতা মিয়া বাড়ির সায়েমের মাতা খালেদা খানম ১৯৯৯ সালে মসিউরের নিকট হতে দেশ শতক জমি ক্রয় করে। উক্ত জমিতে এবং ওয়ারিশ সূত্র প্রাপ্ত জমিতে সায়েম পরিবার একটি টিনশেড ও রান্না ঘর নির্মাণ করে বসবাস করে আসছে। যা চরচামিতা মৌজার সাবেক ১২০৪ দাগ হালে ২৯০০ দাগে  সম্পত্তি হয়।

    সম্প্রতি বিক্রিকৃত উক্ত দাগে সম্পত্তিতে মসিউর রহমান দুলাল, বোরহান, শিমুলসহ জোরপূর্বক চলাচলের রাস্তা তৈরি করতে যায়। এতে সায়েম পরিবার বাধা প্রয়োগ করে। এতে মসিউর গংরা গত ১১ মার্চ রাস্তা নির্মাণে বাধা এরুপ একটি ব্যনার তৈরি করে রাড়ির সামনে অবস্থান কর্মসূচির নাটক তৈরি করে এবং উক্ত রাস্তা তৈরিতে বাধা দেওয়াতে সায়েম পরিবার কে ঘুম, খুনের হুমকি প্রদান করে এবং বাড়ির অন্যান্য লোকজন দিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং সামাজিক কোন সিদ্ধান্ত মসিউর গংরা মানতে রাজি নয়।

    ভুক্তভোগী পরিবারের সায়েম জানান, এর পূর্বে মসিউর গংরা আমার নিকট ২ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় নাটকীয় ঘটনা তৈরি করে মানববন্ধন কর্মসূচির নাটক সাজানো হয়। এ সব ঘটনায় পূর্বেও ভুক্তভোগী পরিবারের খালেদা খানম চন্দ্রগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। বর্তমানে সায়েমের পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। মসিউরের নেতৃত্বে বোরহান, দুলাল, শিমুল যে কোন সময় পরিবারটির উপর হামলা, মামলা করতে পারে বলে সায়েম পরিবার আশংকা করছে। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারটি সুবিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    Durbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন
  • Social