দেশের দ্বিতীয় ‘স্মার্ট ভিলেজ’ লক্ষ্মীপুরের রায়পুরে উদ্বাধন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে ৫টি গ্রামকে স্মার্ট গ্রাম হিসেবে ঘোষণা করা হবে। শুরুতেই সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউপির হোসেনপুর গ্রাম এবং দ্বিতীয় রায়পুরের চরপাতা ইউপির চরপাতা গ্রামে নবনির্মিত ‘গোল্ডেন-স্মার্ট ভিলেজ’ দুইটি প্রবেশ গেটের উদ্বোধন করা হয়।
মঙ্গলবার ( ১৪মার্চ) বিকেলে ২টি গেট উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।
এর আগে জেলা প্রশাসক রায়পুর থানার সামনে রায়পুর “উপজেলা প্রশাসনের আর্ট স্কুল” নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর এবং সন্ধায় চরপাতা গোল্ডেন স্মার্ট ভিলেজ এর ” চরপাতা এসএইচএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের “স্মার্ট গার্ডিয়ান শেড” নির্মান কাজের ভিত্তিপ্রস্তর উদ্ভোধন করেন।
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত স্মার্ট বাংলাদেশ নির্মাণের অংশ হিসেবে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ গড়ার প্রত্যয়ে রায়পুর উপজেলার ৫ নম্বর চরপাতা ইউনিয়নের চরপাতা গ্রামে নির্মিত ‘চরপাতা গোল্ডেন স্মার্ট ভিলেজ” প্রবেশ গেট উদ্বোধন করা হলো। ধারণা করা হচ্ছে, দেশের দ্বিতীয় স্মার্ট ভিলেজ প্রবেশ গেট দুটি রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পৌরসভার শেষ সীমান্তবর্তী এবং বোর্ডারবাজারে প্রবেশ মুখে।
ইউপি চেয়ারম্যান সুলতান মামুন রশিদ বলেন, স্মার্ট বাংলাদশে শুরু হয় লক্ষ্মীপুর সদরের তেওয়ারীগঞ্জ থেকে। স্মার্ট ভিলেজ উদ্বোধনের মাধ্যমে চরপাতা ইউনিয়ন ভিন্ন পরিচয় পাবে। এখানে ৩৫ প্রশিক্ষিত শিক্ষিক যুবকদেরকে কম্পিউটার প্রশিক্ষন দেয়া হয়, খেটে খাওয়া মানুষ থেকে উঠে আসা বেশ কয়েকজন মানুষদের স্বাবলম্বী করা হবে। শতভাগ সব ভাতার আওতায় হবে। তিনি প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়ে বলেন, ডিজিটালের ছোঁয়া সকলে যেমনি পেয়েছে, তেমনি স্মার্ট বাংলাদেশের ছোঁয়া অল্প সময়ে এসব এলাকার মানুষ পাবে।
জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, রায়পুরের চরপাতা গ্রামকে ” গোল্ডেন স্মার্ট গ্রাম” হিসেবে ঘোষণা করা হয়েছে। এভাবে জেলায় মোট ৫টি গ্রামকে “স্মার্ট গ্রাম” হিসাবে ঘোষণা করা হবে। পর্যায়ক্রমে অন্যসব গ্রামগুলোকেও স্মার্ট গ্রামে অন্তর্ভুক্ত করা হবে। এর মধ্যে গ্রামের ৩৫ শিক্ষিত যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হয়। অসহায় মানুষগুলোকে স্বাবলম্বী করতে তাদের মাঝে গরুর বাছুর বিতরণ চরপাতা গ্রামকে প্রতিবন্ধিমুক্ত করা হয় ও ভিক্ষুক মুক্ত ঘোষণা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনজন দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট মারুফ বিন জাকারিয়া, সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিপন বড়ুয়া, চরপাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান মামুন রশিদ প্রমুখ।