দিনাজপুরের হিলিতে সারাদিন ব্যাপি নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
আজ সোমবার সকাল ৮ টায় বাজারস্থ অস্থায়ী আওয়ামী লীগের কার্যালয় সম্মুখে কালো পতাকা ও জাতীয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে পালিত হয়েছে দিবসটি। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
এতে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি জামিল হোসেন চলন্ত, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রতাব মল্লিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, বোয়ালদাড় ইউনিয়নের চেয়ারম্যান ছদরুল ইসলামসহ আরও অনেকে
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।