অবশেষে গার্ডারের নিচে চাপা পড়া প্রাইভেট কার কেটে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলের দিকে রাজধানীর উত্তরার জসিমউদ্দিন এলাকার আড়ং শো-রুমের সামনে বাস র্যাপিড ট্রানজিট সিস্টেম’র (বিআরটি) একটি গার্ডারের নিচে চাপা পড়েছিল ঐ প্রাইভেট কারটি। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারের রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-গ-২২-৬০০৮। দুর্ঘটনায় নিহতরা একই পরিবারের বলে জানা গেছে।
নিহতরা হলেন রুবেল (৫০), ঝর্ণা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি। আহত দুজন হলেন হৃদয় (২৬) ও রিয়া মনি (২১)।
আরও দেখুন- গার্ডার পড়ে নিহত রুবেলকে নিয়ে ৭ বউয়ের টানাটানি
বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ওসি মো. মহসিন জানান, বিকেলে আড়ংয়ের শো-রুমের সামনে বিআরটি প্রকল্পের এলিভেটেট এক্সপ্রেসওয়ের গার্ডার ক্রেন দিয়ে সরানোর সময় তা একটি প্রাইভেট কারের ওপরে পড়ে। প্রাইভেটকারে থাকা শিশুসহ পাঁচজন ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারে ৬-৭ জন ছিলেন। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।