খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউপির দূর্গম পাহাড়ি এলাকা দাঁতারাম পাড়া এলাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত অসহায়, হতদরিদ্র প্রায় ২৬৪ জন মানুষকে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেন রামগড় ৪৩ বিজিবি।
৪৩ বিজিবির উদ্যোগে রবিবার (২৯ জানুয়ারী) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত দাঁতারাম পাড়ায় বিনামুল্যে চিকিৎসা সেবার ক্যাম্পিং কার্যক্রম উদ্বোধন করেন রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হাফিজুর রহমান পিএসসি।
এসময় বিনামুল্যে চিকিৎসা সেবা ক্যাম্পিং অনুষ্ঠানে চিকিৎসা সেবা প্রদান করেন দুজন অভিজ্ঞ ডাক্তার।
আরও পড়ুন- লক্ষ্মীপুরে মিথ্যা মামলা দায়ের : দলিল বাজেয়াপ্ত
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হাফিজুর রহমান পিএসসি জানান, সীমান্ত এলাকায় অবৈধ মাদক চোরাচালান প্রতিরোধ অপরাধ কর্মকাণ্ড প্রতিহত করা সহ সীমান্ত সুরক্ষার পাশাপাপাশি মানবিক কাজেও অতিতের ন্যায় বিজিবি হতদরিদ্র মানুষের পাশে থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলেন ৪৩ বিজিবির পদস্থ কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।