ঢাকাSaturday , 13 August 2022

বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব

Link Copied!

আবারও টি-টোয়েন্টিতে বিশ্বকাপ ও এশিয়া কাপে বাংলাদেশের নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। ত্রিদেশীয় সিরিজেও নেতৃত্ব দেবেন তিনি। শনিবার (১৩ আগস্ট) বিকেলে সাকিবের সঙ্গে বৈঠক শেষে বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুস জানিয়েছেন এ কথা।

তবে সাকিবকে কেবল এশিয়া কাপই নয়, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অধিনায়ক হিসেবেই নির্বাচিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরলেন সাব্বির রহমান। সৌম্য সরকারের ফেরার গুঞ্জন উঠলেও তাঁকে বাইরে রেখেই এ স্কোয়াড ঘোষণা করা হলো। জাতীয় দলে ফিরিয়ে আনা হয়েছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে । গত বছর অক্টোবরে টি–টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেন সাইফউদ্দিন। এরপর চোটের কারণে খেলা হয়নি।

গুলশানে আজ এশিয়া কাপের দল ঘোষণার সময় ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমে বলেন, ‘আমাদের সামনে এশিয়া কাপ আছে, এরপর নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ আছে। এরপরই বিশ্বকাপ। আমরা এই কয়টা সিরিজের জন্য সাকিব আল হাসানকে অধিনায়ক হিসেবে ঘোষণা করছি।’

দলের ভাইস ক্যাপ্টেনও নির্বাচন করেছে বিসিবি। তবে আজই তার নাম ঘোষণা করা হয়নি। জালাল ইউনুস আরও যোগ করেন, ‘ভাইস ক্যাপ্টেনও ঠিক করা হয়েছে, সেটা দল উড়াল দেওয়ার আগে জানা যাবে।’

এশিয়া কাপে বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, পারভেজ হোসেন, নুরুল হাসান ও তাসকিন আহমেদ।

শীর্ষসংবাদ/নয়ন

আরও দেখতে পারেন-

⇒ গঙ্গাচড়ায় তিস্তায় বিলীন হচ্ছে বিদ্যুতের খুঁটি

⇒ মতিঝিলে বানিজ্যিক ভবনের ১৮ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

⇒ অক্টোবর হতে ফেসবুক লাইভে বিক্রি করা যাবে না কোনো পণ্য!

⇒ দিনাজপুরের ফসলের মাঠ আবারও সবুজের সমারোহ

২২৮ বৎসরের পুরনো মুঘল আমলের ঐতিহাসিক “কাজীর মসজিদ”

 

জে এম আলী নয়ন

সর্বমোট নিউজ: 4964

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০