biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
ঢাকাSunday , 4 December 2022
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
  • মদনে কর্তৃপক্ষের উদাসীনতায় বাস্তবায়ন হচ্ছে না গুচ্ছগ্রামের প্রতিরক্ষা দেয়াল

    Link Copied!

    নেত্রকোণা মদন উপজেলার মাঘান ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রাণীহালায় গুচ্ছগ্রামের প্রতিরক্ষা দেয়াল নির্মাণে কর্তৃপক্ষ উদাসীন। কর্তৃপক্ষের উদাসীনতায় বাস্তবায়ন হচ্ছে না গুচ্ছগ্রামের প্রতিরক্ষা দেয়াল। অতঃপর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গুচ্ছগ্রাম বাসিন্দাদের লিখিত অভিযোগ।

    অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০২০-২১ অর্থবছরে ৮টি দরিদ্র পরিবারকে পুনর্বাসনের জন্য ১টি করে আধাপাকা ঘর নির্মান করে দেন সরকার। ৩টি ঘর নির্মান করা হয় পুরাতন পাড়ায়। বাকী ৫টি ঘর মঠপাড়ার সামনে হাওরের পাশে গুচ্ছগ্রাম আদলে নির্মান করা হয়।

    পাঁচ পরিবার নিয়ে গঠিত গুচ্ছগ্রামটিকে বর্ষা মৌসুমে হাওরের ঢেউ থেকে রক্ষার জন্য, ঘর নির্মান শেষে প্রতিরক্ষা দেয়াল নির্মানের কথা থাকলেও কর্তৃপক্ষ দেয়াল নির্মাণ করে দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

    আরও পড়ুন-    লক্ষ্মীপুরে যুবদলের মিছিল ছত্রভঙ্গ

    রবিবার (৪ ডিসেম্বর) সরজমিনে গেলে, গুচ্ছগ্রাম বাসিন্দা মোঃ আলম মিয়া বলেন, “আমরা গরীব মানুষ, এর লাগি সরহার আমরারে ঘর দিছে। বাইসা মাস আইলে যদি আমারা এই ঘরে নাই থাকতাহারি, তে ঘর দিয়া কিতা করতাম। গরীবের কথা কেউ হুনে না।”

    মোঃ কমল মিয়া বলেন, “গত বছর অফিসারেরা গিয়া ওয়ালের মাপজোক লইয়া আইছে আর কইছে সাতাজার ইট লাগব। আগে অফিসাররা কইছে ইট-বালু কিনা হইয়া গেছে চিন্তা কইরেন্না, আপনাদের ওয়াল হইব। অহন অফিসে গেলে কয়, আপনাদের ওয়ালের টেহা ফিরত গেছেগা।”

    আরেক বাসিন্দা মোঃ রফিক মিয়া বলেন, “প্রতিরক্ষা দেয়াল নির্মানের জন্য দুইবার মাপ নিয়া আইছে। আমি যতটুহু জানি, দেয়াল নির্মানের জন্য বরাদ্দও আইছিলো। এহন অফিসে গেলে কয়, বরাদ্দের টেহা সব ফেরত চলে গেছে! এই শুকনার সময় যদি দেয়াল নির্মান না করা অয়, সামনের বর্ষাত সরকারের দেওয়া ঘরে আমারার থাহা সম্ভব না।”

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল জানান, বর্ষাকাল থাকায় প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। বাস্তবায়নের জন্য যে অর্থ বরাদ্দ হয়েছিল, তা ফেরত দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে বর্ষকালের আগেই প্রতিরক্ষা দেয়াল নির্ণয়ের ব্যবস্থা করা হবে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি দ্রুত সমাধানের ব্যবস্থা গ্রহন করা হবে।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon বিজ্ঞাপন

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ  
  • আমাদেরকে ফলো করুন…