দিনাজপুরের হিলি করতোয়া পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ শুক্রবার ( ১২ আগষ্ট) সকাল সাড়ে ১১ টায় এলএজডি গোডাউন মোড় সংলগ্ন হাকিমপুর প্রেসক্লাব কার্যালয়ে করতোয়া হিলি প্রতিনিধি ডা. আলতাব হোসেনের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলার চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, হাকিমপুর ও ঘোড়াঘাট থানার সার্কেল অফিসার শরিফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ আবু সায়েম, পানামাপোর্ট জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবিরসহ বিভিন্ন ইলেকট্রনিক ও পিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।